বালাদেশ-ভারত যুদ্ধজাহাজ চুক্তি হঠাৎ বাতিল: ফাঁস হলো GRSE-এর স্টক ফাইলিং।
ঢাকা, ২২ মে ২০২৫ | টাইমস বাংলাদেশ
বাংলাদেশ নৌবাহিনীর জন্য ভারতের রাষ্ট্রায়ত্ত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE)-এর সঙ্গে স্বাক্ষরিত একটি সমুদ্রগামী যুদ্ধজাহাজ নির্মাণের চুক্তি হঠাৎ বাতিল করেছে বাংলাদেশ সরকার। এই তথ্য প্রকাশ্যে আসে ভারতের শেয়ার বাজারে জমা দেওয়া প্রতিষ্ঠানটির এক স্টক মার্কেট ফাইলিং থেকে।
চুক্তি ও বাতিলের পটভূমি:
২০২৪ সালের জুন মাসে শেখ হাসিনার ভারত সফরের সময়ই ধারণা করা হয়, এই চুক্তি চূড়ান্ত হয়। চুক্তি অনুযায়ী, সর্বোচ্চ ২৪ মাসের মধ্যে যুদ্ধজাহাজটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তরের বাধ্যবাধকতা ছিল।
কিন্তু ১ বছরের মধ্যেই বাংলাদেশ সরকার অর্ডারটি বাতিল করেছে, যা প্রকাশ হয় GRSE-এর স্টক ফাইলিং-এ।
গার্ডেনরিচ শিপবিল্ডার্স কে?
১৮৮৪ সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত GRSE বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি যুদ্ধজাহাজ, ট্যাঙ্কার, কোস্টগার্ড ভেসেল ইত্যাদি নির্মাণ করে থাকে।
বর্তমানে GRSE-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হলেন কমোডর পি আর হরি, যিনি ভারতীয় নৌবাহিনীর একজন সাবেক কর্মকর্তা।
প্রতিরক্ষা চুক্তির আড়ালের বাস্তবতা:
দিল্লির একজন প্রতিরক্ষা বিশ্লেষক টাইমস বাংলাদেশকে বলেন,
“ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে, যদিও তার সুনির্দিষ্ট ধারা কখনোই প্রকাশ করা হয়নি। আমার ধারণা, এই জাহাজ নির্মাণের বরাত সেই চুক্তির আওতায়ই দেওয়া হয়েছিল।”
কূটনৈতিক বার্তা ও সম্ভাব্য ইঙ্গিত:
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের নতুন প্রশাসন পুরনো কৌশলগত চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করছে। GRSE-এর সঙ্গে চুক্তি বাতিল সেই প্রক্রিয়ারই অংশ, যা কূটনৈতিক বার্তার পাশাপাশি ভবিষ্যৎ প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিতও দিতে পারে।
প্রতিবেদন: টাইমস বাংলাদেশ ডেস্ক।