সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের লজ্জায় বাংলাদেশ।
TIMES BANGLADESH ডেস্ক | ২১ মে ২০২৫
শারজাহে তিন ম্যাচের টি-২০ সিরিজে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ভেঙে পড়ার পর বোলিংয়েও প্রত্যাশা পূরণ করতে পারেনি টাইগাররা। এ পরাজয়ের মধ্য দিয়ে আমিরাত প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের ইতিহাস গড়ল।
শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধসে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। মাত্র ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে দল। ওপেনার পারভেজ ইমন গোল্ডেন ডাক, তাওহীদ হৃদয় ২ বলে শূন্য, আর সহঅধিনায়ক শেখ মেহেদী ৯ বলে ২ রানে ফেরেন। একমাত্র আলো ছড়ানো ইনিংস আসে তামিম ইকবালের ব্যাট থেকে—১৮ বলে ৪০ রান। এরপর লোয়ার অর্ডারে জাকের আলী (৪১), হাসান মাহমুদ (২৬) ও শরিফুল ইসলামের (১৭*) কার্যকর ইনিংসে ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ৯ উইকেটে ১৬২ রান।
তবে এই সংগ্রহ যথেষ্ট ছিল না আমিরাতের বিপক্ষে। ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা ৫ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় নিশ্চিত করে। আলিশান শারাফু ৪৭ বলে ৬৮ ও আসিফ খান ২৬ বলে ৪১ রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন ছাড়া কেউই বল হাতে তেমন আলো ছড়াতে পারেননি।
এই সিরিজকে ‘ট্রানজিট’ সিরিজ হিসেবে দেখা হলেও ফলাফল ছিল চরম হতাশাজনক। পাকিস্তানে যাওয়ার আগে প্রস্তুতির অংশ হিসেবে সিরিজটি আয়োজন করেছিল বিসিবি। কিন্তু আমিরাতের বিপক্ষে এমন হার বাংলাদেশের টি-২০ পারফরম্যান্স নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
এই হারে ক্রিকেটপ্রেমীদের মাঝে হতাশা ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দল নির্বাচনে অস্পষ্টতা, পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব এবং মানসিক প্রস্তুতির ঘাটতি—এই ব্যর্থতার মূল কারণ।
আরও ক্রিকেট আপডেটের জন্য চোখ রাখুন TIMES BANGLADESH-এ।