ভারতে বাংলাদেশি প্রবাসী সাংবাদিক-অ্যাক্টিভিস্টদের ইউটিউব চ্যানেলও বন্ধ।
নিউজ ডেস্ক | আপডেট: ১৩:১৬, মে ১১, ২০২৫
ভারতে ইউটিউবে বাংলাদেশের ছয়টি প্রধান টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধের পর এবার দেশটির দর্শকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক বাংলাদেশি প্রবাসী সাংবাদিক ও সোশ্যাল অ্যাক্টিভিস্টের ইউটিউব চ্যানেলও। ভারতে এসব চ্যানেল এখন আর দেখা যাচ্ছে না।
বন্ধ হয়ে যাওয়া সাংবাদিক ও অ্যাক্টিভিস্টদের চ্যানেল:
কনক সরওয়ার, ইলিয়াস হোসাইন, জুলকারনাইন সায়ের, পিনাকী ভট্টাচার্য
তাদের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, ইউটিউব কর্তৃপক্ষ ইমেইলের মাধ্যমে তাদের অবহিত করেছে যে, ভারত সরকারের নির্দেশে এই ব্লক কার্যকর হয়েছে।
আগেই বন্ধ করা হয় ৬টি টিভি চ্যানেল:
এর আগে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশে ইউটিউবে বাংলাদেশের ছয়টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারও বন্ধ করা হয়। চ্যানেলগুলো হলো:
যমুনা টিভি, একাত্তর, বাংলাভিশন, মোহনা, সময় টিভি, ডিবিসি নিউজ।
এছাড়া, আমার দেশ পত্রিকার ইউটিউব চ্যানেলও ভারতে আর দেখা যাচ্ছে না।
ভারতের ব্যাখ্যা ও আইনি প্রেক্ষাপট:
ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এইসব চ্যানেল “জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি” তৈরি করছে এমন অভিযোগের ভিত্তিতে ভারতের তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ৬৯(ক) ধারায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেই অনুযায়ী, সরকার যদি মনে করে কোনও কনটেন্ট রাষ্ট্রের সার্বভৌমত্ব, নিরাপত্তা কিংবা জনশৃঙ্খলা বিঘ্নিত করছে, তবে তা ব্লক করার নির্দেশ দিতে পারে।
বাংলাদেশের প্রতিক্রিয়া:
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউটিউবের কাছে এই সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া হবে। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন:
“যদি যৌক্তিক ও সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া যায়, তাহলে বাংলাদেশ সরকারও পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে।”
আন্তর্জাতিক নজির:
এর আগে পাকিস্তানের সঙ্গে সংঘাতের প্রেক্ষিতে ভারত সরকার পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল এবং এমনকি শোয়েব আখতারের চ্যানেল পর্যন্ত ব্লক করে। একইসাথে টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ব্লক করা হয়েছিল।