পাকিস্তানে আইইডি হামলায় ৭ সেনা নিহত।
ইসলামাবাদ, ৬ মে ২০২৫:
পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বেলুচিস্তানের কাচি জেলার মাচ এলাকায় বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত সাত সেনাসদস্য নিহত হয়েছেন।
নিহতরা হলেন— করাচির ৪২ বছর বয়সি সুবেদার উমর ফারুক, কারাকের ২৮ বছর বয়সি নায়েক আসিফ খান, ওরাকজাইয়ের ২৮ বছর বয়সি নায়েক মাশকুর আলী, লাক্কি মারওয়াতের ২৬ বছর বয়সি সিপাহী তারিক নওয়াজ, বাগের ২৮ বছর বয়সি সিপাহী ওয়াজিদ আহমেদ ফয়েজ, কারাকের ২২ বছর বয়সি সিপাহী মুহাম্মদ আসিম এবং কোহাটের ২৮ বছর বয়সি সিপাহী মুহাম্মদ কাশিফ খান।
আইএসপিআর জানায়, তারা ‘চূড়ান্ত ত্যাগ স্বীকার করে শাহাদাত বরণ করেছেন’। এ ঘটনায় এলাকাটি ঘিরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘এই জঘন্য হামলার দায়ীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।’
আইএসপিআর-এর বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, “বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতিকে ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ করতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ। সাহসী সেনাদের এই আত্মত্যাগ আমাদের জাতীয় সংকল্পকে আরও দৃঢ় করে।”