Friday, May 23, 2025
Homeবাংলাদেশদুধের ব্যবসায় নামছেন মিষ্টি জান্নাত।

দুধের ব্যবসায় নামছেন মিষ্টি জান্নাত।

দুধের ব্যবসায় নামছেন মিষ্টি জান্নাত।

টাইমস বিনোদন ডেস্ক | ৩ মে ২০২৫, শনিবার

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন এবং ব্যতিক্রমী কর্মকাণ্ডের কারণেই বেশি আলোচনায় থাকেন। এবার নতুন চমক নিয়ে হাজির হলেন এই অভিনেত্রী—তিনি উটের দুধের ব্যবসা শুরু করতে যাচ্ছেন।

দুধের ব্যবসায় নামছেন মিষ্টি জান্নাত।
দুধের ব্যবসায় নামছেন মিষ্টি জান্নাত।

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিষ্টি জান্নাত বলেন,
“আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। খুব শিগগির লঞ্চ করব।”

প্রায়ই সংযুক্ত আরব আমিরাত সফরে যান এই অভিনেত্রী। তিনি জানান, দুবাই থেকে উটের দুধ আমদানি করে বাংলাদেশে বাজারজাত করা হবে।
“আমি যেখানেই যাই, সবাই জানতে চান উটের দুধের চা কেমন লাগে। এখন তারা নিজেরাই এই দুধের স্বাদ নিতে পারবেন,” বলেন তিনি।

এই দুধ ২০০ মিলিলিটারের প্যাকেটেও পাওয়া যাবে বলে জানান মিষ্টি। তবে এখনো দামের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ঈদুল আজহার আগে বা পরে এই বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন।

দুধের ব্যবসায় নামছেন মিষ্টি জান্নাত।
দুধের ব্যবসায় নামছেন মিষ্টি জান্নাত।

পর্দায় এবার ‘সাইকো কিলার’

উটের দুধের ব্যবসার পাশাপাশি অভিনয়েও সরব হচ্ছেন মিষ্টি জান্নাত।
‘সাইকো’ নামের একটি নতুন ওয়েব ফিল্মে সাইকো কিলার চরিত্রে দেখা যাবে তাকে। ফিল্মটি পরিচালনা করছেন মাহফুজ রহমান রাজ।
“নতুন বছর নতুন করে কিছু কাজ শুরু করেছি। সাইকো চরিত্রটি আমার জন্য একদম নতুন অভিজ্ঞতা,” বলেন মিষ্টি।

এছাড়া তিনি জানান, বড় বাজেটের দুটি সিনেমার কাজ হাতে নিতে যাচ্ছেন, তবে সেসব নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি।

দন্ত চিকিৎসক থেকে পর্দার আলোয়।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ চলচ্চিত্র দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর থেকে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
তবে অনেকে জানেন না, অভিনয়ের বাইরে মিষ্টি একজন দন্ত চিকিৎসক। রাজধানীতে রয়েছে তার নিজস্ব ডেন্টাল ক্লিনিক।

RELATED ARTICLES

Most Popular