Friday, May 23, 2025
Homeবিশ্বপাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান।

পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান।

পাকিস্তানের ধাওয়া খেয়ে অপসারিত হলেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান।

টাইমস বাংলাদেশ ডেস্ক | ৩ মে ২০২৫

পাকিস্তান বিমান বাহিনীর (PAF) জেটের ধাওয়া খেয়ে ভারতের চারটি রাফায়েল যুদ্ধবিমানের পিছু হটায় চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে দিল্লি। এই ঘটনার জের ধরে ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল সুজিত পুষ্পকর ধরকারকে ‘অবসরের’ নামে পদ থেকে সরিয়ে দিয়েছে ভারত সরকার।

পাকিস্তানের ধাওয়া খেয়ে অপসারিত হলেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান।
পাকিস্তানের ধাওয়া খেয়ে অপসারিত হলেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান।

বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান ট্রিবিউন এ তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, অধিকৃত কাশ্মীরে টহলরত অবস্থায় পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমানের কঠোর জবাবের মুখে পড়ে ভারতীয় রাফায়েল স্কোয়াড্রন। যথাযথ প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হওয়ায় ভারতীয় বিমানবাহিনী অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে ধরকারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ভারতের অন্যতম প্রধান সংবাদমাধ্যম ইয়ন টিভি-এর অনলাইন সংস্করণেও ধরকারের পদত্যাগের কথা স্বীকার করা হয়েছে। ৩০ এপ্রিল ভারত সরকার হঠাৎ করেই এই সিদ্ধান্ত কার্যকর করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জানা গেছে, সম্প্রতি পহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনা বাড়তে থাকে। এরই মধ্যে ৩০ এপ্রিল ভারতের চারটি রাফায়েল যুদ্ধবিমানকে অধিকৃত কাশ্মীরে টহলে পাঠানো হয়। পাকিস্তানের জেটগুলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখালে ভারতীয় জেটগুলো অগোছালো অবস্থায় দ্রুত ফিরে আসে।

পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র বলেন, “পিএএফের সুনির্দিষ্ট পদক্ষেপে ভারতীয় জেটগুলো বিভ্রান্ত হয়ে পড়ে এবং প্রতিক্রিয়া দেখানোর আগেই ফিরে যায়।”

ধরকার মাত্র সাত মাস আগে ভারতের বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা ভারতীয় সামরিক প্রস্তুতির প্রতি আন্তর্জাতিক মহলের আস্থায় প্রভাব ফেলতে পারে।

RELATED ARTICLES

Most Popular