১৪ বছরের বৈভব সূর্যবংশী: আইপিএল মাতাচ্ছেন রেকর্ডে রেকর্ড গড়ে।
ক্রিকেট বিশ্বে প্রতিনিয়ত উঠে আসে নতুন প্রতিভা, তবে ১৪ বছর বয়সেই আলোচনার কেন্দ্রে আসাটা একেবারেই বিরল ঘটনা। ভারতীয় কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী বর্তমানে আইপিএলের সবচেয়ে আলোচিত নাম। অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে তাক লাগিয়ে দিচ্ছেন এই তরুণ।
প্রথমে তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে নিলামে বিক্রি হয়ে আলোচনায় আসেন। এরপর অভিষেক ম্যাচেই প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দৃষ্টি কাড়েন। আর এখন তার ঝড়ো সেঞ্চুরির মাধ্যমে হয়েছেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান।
গত রাতে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেন বৈভব সূর্যবংশী। এই ইনিংসে ছিল ১১টি ছক্কা ও ৭টি চার। তিনি শেষ পর্যন্ত ৩৮ বলে ১০১ রান করে আউট হন এবং তার এই ব্যাটিং রাজস্থানকে এনে দেয় এক ঐতিহাসিক জয়।
এই অবিশ্বাস্য ইনিংসের পর থেকেই বৈভবকে নিয়ে মেতে উঠেছে ক্রিকেট বিশ্ব। তবে সাবধানতার বার্তা দিয়েছেন ভারতের সাবেক দুই ক্রিকেটার বীরেন্দর শেবাগ এবং রবি শাস্ত্রী।
ক্রিকবাজের এক অনুষ্ঠানে শেবাগ বলেন, তাকে এখন থেকেই দীর্ঘমেয়াদি লক্ষ্য ঠিক করতে হবে। বিরাট কোহলির মতো যদি ২০ বছর আইপিএলে খেলতে চায়, তাহলে ধারাবাহিকতা ধরে রাখা জরুরি। যদি মনে করে সে প্রথম ম্যাচেই তারকা হয়ে গেছে, তাহলে ভবিষ্যতে হয়তো তাকে আর দেখা যাবে না।
অন্যদিকে, আইসিসি রিভিউ-তে রবি শাস্ত্রী বলেন, ওর বয়স অল্প, ব্যর্থতা আসবে। সেটা সে কীভাবে সামলায়, সেটাই দেখার বিষয়। বোলাররা এখন তার বিপক্ষে নতুন কৌশল নিয়ে নামবে, শর্ট বল করবে। যখন কেউ প্রথম বলেই ছয় মারে, তখন প্রতিপক্ষ আর ছাড় দেয় না।
অত্যন্ত অল্প বয়সে এমন একটি ইনিংস খেললেও সামনে তাকে পাড়ি দিতে হবে অনেক বড় পথ। ভবিষ্যতের তারকা হতে গেলে প্রয়োজন ধৈর্য, পরিশ্রম ও আত্মনিয়ন্ত্রণ—সেটাই মনে করিয়ে দিচ্ছেন অভিজ্ঞরা।