আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ২ মে রাজপথে এনসিপি: সমাবেশ বায়তুল মোকাররমে।
ঢাকা | ২ মে ২০২৫ | TIMES BANGLADESH
দলগতভাবে আওয়ামী লীগের বিচার এবং দলটির সকল অঙ্গসংগঠন নিষিদ্ধ করার দাবিতে আজ (শুক্রবার) রাজধানীর রাজপথে নামছে জাতীয় নাগরিক পরিষদ (এনসিপি)। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১ মে) এক ভিডিও বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন,
“২০২৪ সালের ৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্রজনতা আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করেছিল। অথচ এখনো দলটি ব্যানারসহ মিছিল করার সাহস দেখাচ্ছে। এটি জাতির জন্য অপমানজনক।”
তিনি অভিযোগ করেন, এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ কিংবা দলটির বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়নি।
“গত দেড় দশক ধরে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে এবং একাধিক গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত থেকেছে,” — বলেন নাহিদ ইসলাম।
তিনি পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে নিহতের ঘটনা, মোদিবিরোধী আন্দোলন এবং জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। এছাড়া বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম, খুন ও ক্রসফায়ারের অভিযোগও তোলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন,
“আমরা দাবি জানাচ্ছি—আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে। যুবলীগসহ সকল অঙ্গসংগঠন নিষিদ্ধ করতে হবে এবং তাদের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম বন্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে।”
সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।