ভারতে আটক কুড়িগ্রামের ৭ জেলের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন।
ঢাকা: টাইমস বাংলাদেশ ডেস্ক :
ভারতের ওড়িশা রাজ্যের কারাগারে আটক কুড়িগ্রামের ৭ জেলের মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের আয়োজন করে ‘চিলমারী উপজেলা তরুণ প্রজন্ম’, একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।
মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগী পরিবারের সদস্য, মানবাধিকারকর্মী এবং সচেতন নাগরিকরা জানান, আটক জেলেরা দীর্ঘদিন ধরে কারাগারে অমানবিক পরিস্থিতিতে আছেন, অথচ দেশে ফিরিয়ে আনার উদ্যোগে গাফিলতি স্পষ্ট।
মানবিক আবেদনে কাঁদলেন স্বজনরা
মানববন্ধনে বক্তারা বলেন,
“আমাদের প্রিয়জনরা নিরপরাধ। শুধু মাছ ধরতে গিয়েই ভুলক্রমে সীমান্ত অতিক্রম করেছিলেন। আজ তারা মাসের পর মাস ভারতে বন্দি, অথচ আমাদের সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো কূটনৈতিক চাপ দেখা যাচ্ছে না।”
আয়োজকদের পক্ষ থেকে উত্থাপিত প্রধান দাবি:
- আটক ৭ জন কুড়িগ্রামের জেলের দ্রুত মুক্তি ও দেশে প্রত্যাবর্তন
- পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের সঙ্গে জরুরি কূটনৈতিক যোগাযোগ
- আটক ব্যক্তিদের পরিবারকে সরকারিভাবে মানবিক সহায়তা প্রদান
- সীমান্তবর্তী অঞ্চলের জেলেদের সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা
- এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর আন্তর্জাতিক সমন্বয়
সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া
মানববন্ধনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অনেকে মন্তব্য করছেন, “অন্যায়ের বিরুদ্ধে এই রকম শান্তিপূর্ণ কর্মসূচি সমাজকে বদলে দিতে পারে।”
সরকারের অবস্থান
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আয়োজক সংগঠন জানিয়েছে, দাবি আদায়ে প্রয়োজনে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে।
📸 ছবি: TIMES BANGLADESH ফটোডেস্ক
📌 বিশেষ প্রতিবেদনটি লিখেছেন টাইমস স্টাফ রিপোর্টার, ঢাকা ব্যুরো।