শনিবার, মে 24, 2025
Homeবাংলাদেশপ্রাথমিকে আসছে কোটাবিহীন শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি।

প্রাথমিকে আসছে কোটাবিহীন শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি।

প্রাথমিকে আসছে কোটাবিহীন শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি।

স্টাফ রিপোর্টার, টাইমস বাংলাদেশ।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসছে খুব শিগগিরই। নতুন বিধিমালা চূড়ান্ত হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এবারের নিয়োগে প্রথমবারের মতো পোষ্য ও নারী কোটা থাকছে না। ৯৩ শতাংশ পদে নিয়োগ হবে সরাসরি মেধার ভিত্তিতে।

প্রাথমিকে আসছে কোটাবিহীন শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি।
প্রাথমিকে আসছে কোটাবিহীন শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি।

ডিপিই সূত্রে জানা গেছে, বর্তমানে সহকারী শিক্ষক পদে ৮ হাজার ৪৩টি শূন্য পদ রয়েছে। এই সংখ্যা বাড়তে বাড়তে ১০ থেকে ১২ হাজারে পৌঁছাতে পারে। পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য আরও ৫ হাজার ১৬৬টি পদে নিয়োগ দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা সাধারণত নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা উল্লেখ করি না। তবে এবার যেহেতু অনেক শিক্ষক পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হচ্ছেন, তাই সেসব শূন্য পদেও নতুন করে নিয়োগের সম্ভাবনা রয়েছে।”

২০২৫ সালের নতুন শিক্ষক নিয়োগ বিধিমালায় কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছে। যদিও বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ২০ শতাংশ অগ্রাধিকার থাকবে বলে জানানো হয়েছে। বর্তমানে এই বিধিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে এটি অর্থ ও আইন মন্ত্রণালয় ঘুরে সরকারি কর্ম কমিশনে যাবে মতামতের জন্য। এরপর প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হলেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নেওয়া হবে।

বর্তমান শিক্ষক নিয়োগ বিধিমালা–২০১৯ অনুযায়ী, সহকারী শিক্ষক পদে ৬০ শতাংশ নারী কোটা, ২০ শতাংশ পোষ্য কোটা এবং ২০ শতাংশ পুরুষ কোটা রয়েছে। তবে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, ১৩তম গ্রেডের এই পদের জন্য সর্বোচ্চ ৭ শতাংশ কোটার অনুমোদন রয়েছে। এর মধ্যে রয়েছে—মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য ১ শতাংশ কোটা।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার গত বছরের ৮ ডিসেম্বর খুলনায় এক মতবিনিময় সভায় বলেন, “সহকারী শিক্ষক নিয়োগে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ দেওয়া হবে। পোষ্য কোটা আর থাকছে না।”

নতুন নিয়োগ বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষকদের জন্যও যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। সারাদেশে মোট ২ হাজার ৫৮৩টি ক্লাস্টারে একজন করে সংগীত ও একজন করে শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে সংগীত ও শারীরিক বিষয়ের জন্য নিয়োগ হবে মোট ৫ হাজার ১৬৬ জন সহকারী শিক্ষক।

RELATED ARTICLES

Most Popular