পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড।
টাইমস বাংলাদেশ ডেস্ক | কুড়িগ্রাম | ৪ মে ২০২৫
কুড়িগ্রামে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে বিক্রম মণ্ডল (২৩) নামের এক ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছেন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও গোয়েন্দা শাখার ওসি মো. বজলার রহমান জানান, রোববার কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার সময় মো. রাশেদুল ইসলাম নামের এক পরীক্ষার্থীর জায়গায় প্রক্সি দিতে আসেন বিক্রম মণ্ডল। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে দায়িত্বরত পুলিশ সদস্যের সন্দেহ হলে তাকে মেইন গেটেই আটক করা হয়।
পরবর্তীতে তাকে মোবাইল কোর্টে হাজির করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আটক যুবক বিক্রম মণ্ডলের বাড়ি নওগাঁ জেলায়। তিনি বিশ্বনাথ মণ্ডলের পুত্র।
পুলিশের পক্ষ থেকে চাকরিপ্রার্থীদের সতর্ক করে বলা হয়েছে, নিয়োগ সংক্রান্ত যেকোনো ধরনের অনিয়ম বা আর্থিক লেনদেনের প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।