বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে নিহত ১০ জন অস্ত্রধারী।
টাইমস বাংলাদেশ ডেস্ক, ইসলামাবাদ। ৩০ এপ্রিল ২০২৫:
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তীব্র গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১০ জন অস্ত্রধারী নিহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) ও মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কেচ ও জিয়ারাত জেলায় দেশটির সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযান দুটিকে সফল বলে উল্লেখ করা হয়েছে।
কেচ জেলায় ৩ জন এবং জিয়ারাত জেলায় ৭ জন ‘খারিজি’ (সন্ত্রাসী) সেনা অভিযানে নিহত হয়েছে, যারা অতীতে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার সঙ্গে যুক্ত ছিল।
আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়েছে,
“নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসবাদবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাকিস্তানের মূলভূখণ্ড থেকে সন্ত্রাস নির্মূলে সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।”
এক সামরিক কর্মকর্তা দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডন-কে জানান, কেচ জেলার অভিযান ছিল অপেক্ষাকৃত নির্বিঘ্ন, তবে জিয়ারাত জেলার চোতির এলাকায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ চলে। তিনি বলেন,
“সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে একাধিক হ্যান্ড গ্রেনেডও ছুড়ে মারে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।”
বেলুচিস্তান প্রদেশ দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি গোষ্ঠীর তৎপরতায় নিরাপত্তা হুমকির মধ্যে রয়েছে। সাম্প্রতিক অভিযানে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার একটি স্পষ্ট বার্তা বলেই মনে করছে বিশ্লেষকরা।