দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা: ১৩ অঞ্চলের নৌবন্দরে ১ নম্বর সংকেত।
টাইমস বাংলাদেশ ডেস্ক | ২ মে ২০২৫, সন্ধ্যা
বাংলাদেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২ মে) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে এই দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এজন্য উল্লেখিত এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃষ্টিপাত ও তাপমাত্রার পূর্বাভাস
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত শনিবার (৩ মে) সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।
সিনপটিক বিশ্লেষণ
আবহাওয়া অফিস জানায়, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ কারণে দেশে বায়ুপ্রবাহ ও জলীয়বাষ্পের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, যা এই ধরনের আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি করছে।
সতর্কতা বার্তা:
উক্ত অঞ্চলগুলোর নদী ও উপকূলীয় এলাকায় চলাচলকারী নৌযান এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।