জামায়াতের নিবন্ধন নিয়ে আপিল শুনানি চলতি সপ্তাহে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে চলতি সপ্তাহেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পুনরায় শুনানি শুরু হতে যাচ্ছে। আগামী মঙ্গলবার (৬ মে) অথবা বুধবার (৭ মে) মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় আসতে পারে।
রোববার (৪ মে) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগে এ বিষয়ে আদেশ দেওয়া হয়। এদিন জামায়াতের পক্ষে মামলাটি উপস্থাপন করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। শুনানিকালে আইনজীবী শিশির মনিরও আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে ২০২৩ সালের ৩ ডিসেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের করা আপিলের প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। এরপর ১০ ডিসেম্বর, ১৪ জানুয়ারি এবং ২১ জানুয়ারি ধারাবাহিকভাবে শুনানির তারিখ পিছিয়ে যায়। সর্বশেষ, রোববার মামলাটি পুনরায় শুনানির জন্য উপস্থাপন করা হলে আপিল বিভাগ চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনার কথা জানায়।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট এক রিট আবেদনের রায়ে জামায়াতের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করে। পরবর্তীতে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করে।
২০২৪ সালের ২২ অক্টোবর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামায়াতের পূর্বের খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আদেশ দেন। ফলে দলটির নিবন্ধন ও দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পাওয়ার পথ আইনি দিক দিয়ে আবারও উন্মুক্ত হয়।
আসন্ন শুনানিতে জামায়াতের পক্ষে রায় এলে দলটি পুনরায় নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের মর্যাদা ফিরে পাবে।