কুড়িগ্রামের নীরব সেবক নুরুজ্জামান রাজু।
গরিবের ঘর বানানো থেকে শুরু করে চিকিৎসা-ভর্তির খরচ, নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়ে একজন নীরব সমাজসেবক।
কুড়িগ্রাম, ২০ মে ২০২৫ — কুড়িগ্রাম জেলার মানুষ তাকে চেনে “গরিবের বন্ধু” নামে। পেশায় অগ্রণী ব্যাংকের কর্মকর্তা হলেও, নুরুজ্জামান রাজু তার হৃদয়ে ধারণ করেন এক অনন্য মানবিক দায়িত্ববোধ। আজ তার জন্মদিন। কিন্তু অন্যদের মতো নিজেকে নিয়ে আলোকসজ্জা বা কেক কাটার আয়োজন নয়, বরং দিনটিও তিনি কাটাচ্ছেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে থেকে।
নুরুজ্জামান রাজু কেবল একজন ব্যাংকার নন, তিনি এক সমাজকর্মী, যিনি কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে খুঁজে বের করেন সেই মানুষগুলোকে, যাদের ঘর নেই, চিকিৎসার টাকা নেই, সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠানোর সামর্থ্য নেই। এমন অনেক শিক্ষার্থী, যারা ভর্তির টাকা না পেয়ে স্বপ্ন থামিয়ে দিয়েছিল, তাদের পাশে দাঁড়িয়েছেন তিনি। বন্ধুবান্ধবদের সাথে নিয়ে সামগ্রিক অর্থায়নে বানিয়ে দিয়েছেন ঘর, পাঠিয়েছেন ভর্তি ফি, এমনকি কখনো চিকিৎসা খরচও জোগাড় করে দিয়েছেন।
স্থানীয় লোকজনের মতে, রাজুর মতো মানুষ সমাজের বাতিঘর। যিনি নিজের চাকরি বা পরিচয়ের বাইরে গিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বছরের পর বছর।
জন্মদিন নিয়ে তিনি বলেন,
“জন্মদিন আমার কাছে উৎসব নয়, বরং সুযোগ – আরও একটি বছর মানুষের সেবা করার। যতদিন বেঁচে থাকি, চেষ্টা করবো দোয়ার বদলে কাজ দিয়ে মানুষের মন জয় করতে।”
আজ তার জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন —
“এমন মানুষদের জন্মদিন শুধু উদযাপন নয়, অনুপ্রেরণা নেওয়ার দিন।”