সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি ব্লক করল নির্বাচন কমিশন।
দুর্নীতির অনুসন্ধান ঘিরে দুদকের সুপারিশে নেওয়া হয়েছে এ পদক্ষেপ।
ঢাকা, ৩০ এপ্রিল:
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনের এনআইডি ব্লক করেছে নির্বাচন কমিশন (ইসি)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে নির্বাচন কমিশনের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশনের আইটি শাখা আনুষ্ঠানিকভাবে সালেহ উদ্দিন ও তার স্ত্রীর এনআইডি সাময়িকভাবে ব্লক করে। এর আগে দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান একটি আবেদনপত্রে সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন এবং আরও একজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও এনআইডি স্থগিতের অনুরোধ জানান।
প্রাপ্ত চিঠিতে বলা হয়, চলমান দুর্নীতির অনুসন্ধানের স্বার্থে তাদের এনআইডি স্থগিত ও বিদেশ যাত্রা নিষিদ্ধ করা প্রয়োজন। দুদকের দরখাস্ত মঞ্জুর হওয়ার পর নির্বাচন কমিশনের অনুমোদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
উল্লেখ্য, সালেহ উদ্দিন এনআইডি অনুবিভাগে দায়িত্ব পালনকালে স্মার্টকার্ড প্রকল্পের জন্য ফরাসি প্রযুক্তি প্রতিষ্ঠান Oberthur Technologies-এর সঙ্গে চুক্তি সম্পাদন করেন। নির্ধারিত সময়ে স্মার্টকার্ড সরবরাহে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশন এখনো প্রকল্পের বিভিন্ন জটিলতা সামাল দিতে হচ্ছে।
স্মরণযোগ্য যে, এর আগেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি সাময়িকভাবে স্থগিত করেছিল ইসি, যা নিয়ে দেশজুড়ে আলোচনা সৃষ্টি হয়।
এনআইডি ব্লক হলে সংশ্লিষ্ট নাগরিকদের ব্যাংক লেনদেন, পাসপোর্ট আবেদন, মোবাইল সিম রেজিস্ট্রেশনসহ বিভিন্ন নাগরিক সেবায় জটিলতা সৃষ্টি হয়।