ড. ইউনূসকে পদত্যাগ করালে ছাত্র-জনতা এবার বিপ্লবী সরকার গঠন করবে: মেহরাব সিফাত।
মাদারীপুর, ২৪ মে ২০২৫ — জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মেহরাব সিফাত হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, যদি বিদেশি চক্রান্তের কারণে কিংবা ঘরোয়া চাপের মুখে ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে বাধ্য হয়, তাহলে ছাত্র-জনতা একটি “বিপ্লবী সরকার” গঠন করবে।
শুক্রবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজায় এনসিপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মেহরাব বলেন, “আমরা ২৪-এর ছাত্র-জনতা ড. ইউনূসের ওপর যে দায়িত্ব হস্তান্তর করেছি, তা পূরণ করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। যদি কোনো ষড়যন্ত্রের কারণে তাকে সরে যেতে বাধ্য করা হয়, তাহলে ইতিহাসে সেটা লেখা থাকবে। কিন্তু সেই ইতিহাস ছাপিয়েও এবার বাংলার মাটিতে গড়ে উঠবে ছাত্র-জনতার বিপ্লবী সরকার।”
তিনি আরও বলেন, “যদি ড. ইউনূসের ওপর জোর করে কোনো চাপ সৃষ্টি করা হয়, ছাত্র-জনতাই তার দায় নেবে। তারা নতুন রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা গড়ে তুলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনার পথ দেখাবে।”
ড. ইউনূসের প্রতি শহীদ ছাত্র-জনতার আত্মিক সমর্পণের কথা উল্লেখ করে তিনি বলেন, “২৪-এর রাজপথে যারা রক্ত দিয়েছে, তারা তাদের আত্মা এবং প্রতিজ্ঞা ড. ইউনূসের হাতে সমর্পণ করেছে।”
ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়ে মেহরাব বলেন, “আপনারা কেউ ঘরে ফিরে যাবেন না। আন্দোলন শেষ হয়নি। এবার গড়ার আন্দোলন—নতুন ব্যবস্থা গড়ার আন্দোলন। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে দলমত নির্বিশেষে একতাবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। শহীদ ও আহতদের বিচার এখনো হয়নি। সেই বিচার না হওয়া পর্যন্ত রক্তের প্রশ্নে, হত্যার প্রশ্নে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ ব্যতীত সকল গণতান্ত্রিক শক্তিকে একত্রিত থাকতে হবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটির (এনসিসি) সদস্য আজগর শেখ। আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সদস্য সচিব মাসুম বিল্লাহ, এনসিসির রাজৈর উপজেলা সদস্য মহাসিন ফকির, জাবের হাওলাদার, এবং আফরান জামিসহ স্থানীয় ছাত্র আন্দোলন ও এনসিসির নেতারা।