ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন তার সহকারী ফাইজ তাইয়েব, সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের বিরোধিতা।
টাইমস বাংলাদেশ ডেস্ক | ২৩ মে ২০২৫
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনকে ভিত্তিহীন ও অসত্য দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ। একইসাথে, সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের বিরোধিতা করে তিনি বলেন, “আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না।”

শুক্রবার সকালে নিজের ফেসবুক পোস্টে ফাইজ তাইয়েব স্পষ্ট ভাষায় জানান, অধ্যাপক ইউনূস পদত্যাগ করছেন না। বরং চলমান শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য তার নেতৃত্ব আরও প্রয়োজন। তিনি লেখেন:
“প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অধ্যাপক ড. ইউনূস এর ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য উনার প্রয়োজন রয়েছে।”
তিনি সরকারের উপদেষ্টাদের উদ্দেশে বলেন, আরও সক্রিয় হয়ে দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে হবে। এর মাধ্যমে প্রমাণ করতে হবে যে, গণঅভ্যুত্থান পরবর্তী সরকার জনগণের সম্মতিতে গঠিত হয়ে সফলভাবে অগ্রসর হচ্ছে।
ফাইজ তাইয়েব সেনাবাহিনী প্রসঙ্গে বলেন,
“সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে। আস্থায় রাখতে হবে। কিন্তু তারা যেন রাজনীতিতে হস্তক্ষেপ না করে।”
সেনাপ্রধানের “ডিসেম্বরের মধ্যে নির্বাচন” সংক্রান্ত বক্তব্যের বিষয়ে তিনি বলেন, এতে জুরিশডিকশনাল কারেক্টনেস মানা হয়নি। তবে নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শুধুমাত্র ড. ইউনূস।

পোস্টের শেষাংশে তিনি আশা প্রকাশ করেন যে, এপ্রিল-মে ২০২৬-এর মধ্যে নির্বাচন সম্পন্ন হবে এবং জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের বার্ষিকী পালনের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের প্রথম রায় ঘোষিত হবে।
উল্লেখযোগ্য উদ্ধৃতি:
- “ইনক্লুসিভনেসের নামে আওয়ামী লীগের পুনর্বাসন চাওয়া যাবে না।”
- “ইনশাআল্লাহ আমরা হারবো না, আমাদের হারানো যাবে না।”
- “ইনকিলাব জিন্দাবাদ। প্রফেসর ইউনূস জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।”
সম্পাদনা: টাইমস বাংলাদেশ নিউজরুম
যোগাযোগ: news@timesbangladesh.com